ভূমিকা


নমস্কার, আপনি এখন ক্রপ সার্কেল কান্নেকটর (Crop Circle Connector) - এর ওয়েব সাইটে উপষ্ঠিত হয়েছেন। এই ওয়েব সাইটটি ক্রপ সার্কেলের উপর সবার থেকে বড় ওয়েব সাইট। এই সাইট থেকে আপনি সব রকম তথ্য যা আপনার চায় তাই পাবেন, এটিএকটি আন্তজার্তিক ক্রপ সার্কেল ডাটাবেস ।

যে ক্রপ সার্কেল গুলি এই সাইটে দেখছেন সে গুলি সত্য ঘটনা যে গুলি পৃথিবীর বিভীন্ন প্রান্তে শষ্য ক্ষেতে দেখা গেছে । এ গুলির জন্মর কারন এখনো অজানা।

ইংলন্ডে বহু যুগ ধরে চাষীরা এই সব বৃত্ত দেখে আসছে। ১৯৮০-র শুরুর দিকে ব্রিটীশ মেডিয়া প্রথম এই বৃত্ত সম্পর্কে প্রকাশ করে। ১৯৯০ শালের মধ্যে জনসাধারণের ক্রপ সার্কেল সমন্ধে ধারণা পুরোপুরি বদলে যায়, সাধারণ গোল নকশা থেকে বড়, কঠিন, জ্যামিতিক নকশা। ক্রপ সার্কেল একটি বিশ্ব-ব্যাপী ঘটনা এবং প্রতি বছর নতুন নতুন খবর আসে বিভিন্ন নতুন দেশ থেকে। কিন্তু এই ঘটনা গুলি মূলত দক্ষি ণ ইংলন্ডে বেশি দেখা যায়, অনেক প্রাচীন যায়গা যেমন স্টোনহেঞ্জ, এভেবরী (Avebury) এবং শীলবরী হিল(Silbury Hill) (য়ুরোপের সবার থেকে বড় মানুষ দ্বারা নির্মিত ঢিপি)।

যদিও বা ক্রপ সার্কেল তৈরির উপর অনেক রকম তথ্য আছে, কিন্তু কোনোটির উত্তর সন্তোষজনক নয়। কিন্তু, মনে হয় সবার থেকে জোরালো কিছু প্রমান আছে ভিডিও রূপে, যাতে দেখা গেছে কিছু ছোট, উজ্জ্বল সাদা লাইটের গোলাকে ক্রপ সার্কেলের আশেপাশে দেখা গেছে। তার মধ্যে কিছু ভিডিও প্রকাশ্য দিবালোকে তোলা ও ঐ বস্তু গুলি মনে হয় কোনো উদ্দেশ্য ও বুদ্ধিমত্তা নিয়ে ঘোরা ফেরা করছে। ক্রপ সার্কেল তৈরি এবং ঐ লাইটের গোলার মধ্যে কোনো যোগাযোগ কী আছে?

ক্রপ সার্কেল থেকে নেওয়া গাছের নমুনার বৈজ্ঙিনিক পরিক্ষা করা হয়েছে। ওয় কাজটি করেছেন মার্কিন বায়োফিজিসিস্ট ড: উলিয়াম লেভেনগুড(Dr. William Levengood) , তিনি মনে করেন ক্রপ সার্কেল তৈরিতে মাইক্রোওয়েভ বিকিরণের হাত আছে। ক্রপ সার্কেল রিসার্চারদের ক্রমাগত বলা হয় তারা যেন নিত্যনতুন পদ্ধতিতে ও অভিনব চিন্তাধারায় অনুসন্ধান করে। এখন এই রিসার্চের ক্ষেত্রে মেডিটেসেন, লাইট ও সঙ্গীত ব্যবহার করা হচ্ছে যাতে নতুন নকশার মানে বোঝা যায় এবং ক্রপ সার্কেল গুলি থেকে মনে হয় মানুষের মনের সঙ্গে কোনোরকম যোগাযোগ করার চেষ্টা করছে।

ক্রপ সার্কেল যাই হোক না কেন তা মানুষের মনে চাঞ্চল্য সৃস্টি করেছে এবং পৃথিবীর বহু মানুষকে অনুপ্রানিত করেছে। আর যারা এই ব্যপারে অনুসন্ধান করে চলেছে ত্ণতাদের জীবন পাল্টে দিয়েছে, তারা আসতে আসতে বুঝতে পারছে যে এই পৃথিবী অনেক বেশী জটিল ও রহস্য ভরা যা তারা আগে ভেবেছিল তার চেয়ে।

এই ওয়েব সাইটটি আপনার কাছে ক্রপ সার্কেলের নতুন খবর ও তথ্য আনতে বদ্ধপরিকর। আমরা সব নতুন ক্রপ সার্কেলের খবর ও ভাল মানের ফোটোগ্রাফ নথিভুক্ত করি যেগুলি সবার থেকে ভাল রিসার্চার ও ফোটোগ্রাফারদের কাছ থেকে আসে।

এপ্রীল থেকে আগস্ট মাস প্রযন্ত ব্রীটিশ ক্রপ সার্কেল গুলি দেখা যায় মাঠে।আমরাএই কয় মাস সব জায়গা থেকে পাওয়া ছবি ও তথ্য আপনার কাছে তুলে ধরব। আমরা চায় আপনারা নতুন তথ্য সরবরাহ করবেন যাতে এই ডাটাবেস সঠিক থাকে। আপনারা ছবি ও তথ্য এই কান্নেকটরে পাঠাবেন।

আমরা মনে করি এই ওয়েব সাইটটি একতি খোলা জানলা হবে আধুনিক আশ্চর্যজনক ঘটনার প্রতি এবং এতি পৃথিবীর সমস্ত ক্রপ সার্কেল উত্‍সাহীদের জন্য একতি উন্মুক্ত মিলনস্থল।

Thank you to Amartya Bag for the Translation.

SEE CROP CIRCLES


Return to the Crop Circle Connector

Mark Fussell & Stuart Dike

Hit Counter